লাফিয়ে বাড়ছে মুরগির দাম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ১১:০৬ এএম
লাফিয়ে বাড়ছে মুরগির দাম

তেল, চিনি ও চালের মূল্যবৃদ্ধির সঙ্গে এবার লাফিয়ে বাড়ছে মুরগির দাম। দেশি-বিদেশি সব ধরনের মুরগির দামই এখন ঊর্ধ্বমুখী।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা যায়, মুরগির দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।

বাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল ১৩০, এই সপ্তাহে এর দাম হয়েছে ১৩৫-১৪০ টাকা, পাকিস্তানি সোনালি মুরগি গত সপ্তাহে ছিল ২৬০, এই সপ্তাহে ২৭০ টাকা হয়েছে। এছাড়া দেশি মুরগি গত সপ্তাহে যেখানে ছিল ৪৫০ টাকা, এই সপ্তাহে তা ৫০০ টাকায় ঠেকেছে। লেয়ার ২৩০ টাকা, হাঁস প্রতি পিস ৪৫০ থেকে ৫০০ টাকা, কবুতর ১৩০ টাকা হয়েছে। মুরগির ডিমের হালি ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে এবং হাঁসের ডিম হালি ৫৫ টাকা হয়েছে।

মুরগির দাম বাড়ার কারণ জানিয়ে টাউন হল বাজারের মুরগি ব্যবসায়ী ইদ্রিস ভুঁইয়া সংবাদ প্রকাশকে বলেন, “মুরগির সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। সরবরাহ বাড়লে দাম কমবে। অন্যথায় দাম আরও বাড়বে।”

বাজারে আসা বিলকিস আক্তার নামের এক ক্রেতা বলেন, “এভাবে মুরগির আগে কখনো বাড়তে দেখিনি। কমার কোনো সম্ভাবনাও দেখছি না।”

এদিকে সরকার বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মিল মালিকদের সঙ্গে বৈঠক শেষে প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকা নির্ধারণ করলেও আগের দামেই চিনি বিক্রি হচ্ছে।

এ বিষয়ে কারওয়ান বাজারের মুদিদোকানি আরিফ হোসেন বলেন, “নতুন করে চিনির দাম নির্ধারণের কথা শুনিনি। তা ছাড়া আমি যে চিনিগুলো কিনেছি, সেগুলো আগের দামে। এগুলো শেষ হলে নতুন দামে বিক্রি করতে পারব।”

এদিকে সব ধরনের চাল আগের দামেই বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা, আটাশ ৫০ টাকা, নাজিরশাইল ৬৮ থেকে ৭০ টাকা, স্বর্ণা ৪৮ টাকা। 

তেলও বিক্রি হচ্ছে আগের দামে। রূপচাঁদা সয়াবিন ৫ লিটার ৬৮০, বসুন্ধরা ৬৬০, পুষ্টি ৬৬০, তীর ৬৮০, পামওয়েল কেজি ১২০ টাকা, সরিষার তেল ৫ লিটার ৯২০ টাকা।

মসুর ডাল ভারতীয় কেজি ৭৭, সরুটা ৯৫, বুটের ডাল ৭০, মুগ ডাল দেশি ১২৫ টাকা। আটা বিক্রি হচ্ছে ৭৫ টাকা করে।

পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজি ৪০, আলু ১৮ টাকা কেজি। আলু ২০ টাকা, রসুন ১২০, চীনা আদা বিক্রি হচ্ছে ১১০ টাকা, চীনা রসুন ১০০ টাকা এবং দেশি রসুন বিক্রি হচ্ছে ৮০ টাকা।

মাছের দামের মধ্যে ইলিশ প্রতি কেজি ১২০০ টাকা, তেলাপিয়া কেজি ১৭০, রুই ৩৫-৩৮০, পাঙাশ ১১০-১৩০ টাকা।

এদিকে সবজির দাম কমতে শুরু করেছে। শসার কেজি ছিল ৩৫-৪০ টাকা, বরবটি ৭০, গাজর ৮০, টমেটো ৭০-৮০, লাউ প্রতি পিস ৩০-৫০, কাঁচা মরিচ ৮০, পটোল ৩০, আলু ২০, করলা ২০, করলা ৩০, লেবু হালি ১০, ধুন্দুল ৩০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৩৫ টাকা, শিম ১২০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, কচুর মুখী ৩০ টাকা, বেগুন ৫০ টাকা, মুলা ৩৫ টাকা, ঝিঙে ৮০ টাকা, চিচিঙা ৪০ টাকা, কুমড়া ৩০-৪০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৪০ টাকা, লাউ প্রতিটি ৪০ টাকা, ফুলকপি ২৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!